আমাদের সম্পর্কে

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আল্লাহ রাব্বলু আলামিন এই পৃথিবীকে আমাদের জন্য কত শত প্রজাতির গাছগাছালী ও ফুলে ফলে ভরে দিয়েছেন। আলহামদুিলল্লাহ ॥

আমরা সবাই কম বেশি গাছ ভালবাসি। কৃষির আধুিনকায়নের ফলে কেউ কেউ বাণিজ্যিকভাবে আবার অনেকে প্রয়োজন বা শখের বশে বক্ষৃ রোপন করছি। শহরের মানষু এখন ছাদ বাগনকে শুরুত্ব দিচ্ছেন, ফলে পাবারিক চাহিদার পাশাপাশি পরিবেশও সুন্দর হচ্ছে। আমরা পণ্যূভূিম সিলেটে নার্সারিকে শৈল্পিক রূপায়নে রুচিশীল বক্ষৃ প্রেমীদের জন্য একই ছাদের নীচে নার্সারী ও বাগান করার আধুিনক প্রযুিক্তর সকল উপকরণ নিয়ে এ
অঞ্চলের সর্ববৃহৎ নার্সারি এন্ড গার্ডেন সেন্টার ‘সিলেট এগ্রো হাউস’ -এর যাত্রা শুরু করেছি। সঠিক জাত – উন্নত মান – সাশ্রয়ী মূল্য এই শ্লোগানকে সামনে রেখে গত ২২শে জানয়ুারী ২০২২ থেকে পুরোপুরি কার্যক্রম শুরু হয়েছে।

মুক্ত অক্সিজেন, অত্যন্ত সাজানো গোছান মনমুগ্ধ কর পরিবশ সাথে গাছ-গাছালির মধ্যে কফি হাউস, জসু কর্ণার ও আইসক্রিমবার রয়েছে। চাইলেই বড়শী দিয়ে মাছও ধরতে পারবেন। পরিবার পরিজন ও বন্ধ-ুবান্ধব সহ আমাদের প্রকল্পটি পরিদর্শন করার অনুেরাধ রইল।

আসনু সবাই মিলে বেশি বেশি গাছ রোপন করে সবুেজ সবুেজ পৃথিবী ভরে দেই। আপনাদের সুপরামর্শ ও সহযোগীতা কামনা করছি। 

রোটারিয়ান মোহাম্মদ মহিউদ্দিন (ফারুক)
অধ্যক্ষ, সার্ক ইন্টারন্যশনাল কলেজ বাংলাদেশ
উদ্যোক্তা, সিলেট এগ্রো হাউজ